কুড়িগ্রাম প্রতিনিধি :
একসময় কুড়িগ্রাম অঞ্চলের গ্রামীণ জীবনে বাঁশের তৈরি ধারা, চালুনি, কুলা, ডালা, মাছ ধরার ফাঁদসহ নানান পণ্য ছিল অপরিহার্য। ঘরের দৈনন্দিন কাজ থেকে শুরু করে কৃষিকাজ—সব ক্ষেত্রেই এইসব হস্তনির্মিত পণ্যের প্রচুর ব্যবহার ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাঁশশিল্প শুধু প্রয়োজন মেটায়নি, বরং গ্রামীণ সংস্কৃতি ও জীবনযাত্রার অংশ হয়ে উঠেছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কিন্তু সময়ের পরিবর্তন ও বাজারে প্লাস্টিক এবং স্টিলের সস্তা পণ্যের আগ্রাসনে এখন দ্রুত হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য। স্থানীয় কারিগররা জানান, আগে মৌসুমি কাজ কিংবা বিভিন্ন উৎসবের সময় অর্ডারের চাপ সামলাতে হিমশিম খেতে হতো। এখন সেই জমজমাট বাজার প্রায় নেই বললেই চলে।
কারিগরদের মতে, কাঁচামালের দাম বাড়া, উৎপাদন খরচ বেশি হওয়া, ন্যায্য দাম না পাওয়া এবং তরুণ প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় তাদের পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার ইতোমধ্যেই পেশা বদলে জীবিকার নতুন পথ খুঁজতে বাধ্য হচ্ছেন।
এ শিল্প শুধু ব্যবহারিক নয়; এটি ছিল গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম বহনকারী। তবে প্রয়োজনীয় সরকারি সহায়তা, প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও মেলা–প্রদর্শনীর সুযোগ না থাকায় বাঁশশিল্প ক্রমেই বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে।
স্থানীয়দের দাবি, কারিগরদের সহায়তা, বাজার সংযোগ এবং আধুনিক বিপণন সুবিধা নিশ্চিত করা গেলে কুড়িগ্রামের এই প্রাচীন ঐতিহ্য আবারও স্বমহিমায় ফিরতে পারে।
এই বাংলা/এমএস
টপিক
- বাঁশশিল্প
- ঐতিহ্য
- বিলুপ্তি প্রায়

