Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে...
Homeজন-দুর্ভোগউজিরপুরে নদী গর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

উজিরপুরে নদী গর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

বরিশাল প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর এলাকায় ভয়াবহ নদী ভাঙনে এলাকার একমাত্র সড়কটি নদীতে বিলীন হয়ে গেছে। এতে বরিশাল, গোপালগঞ্জ ও খুলনা জেলার লক্ষ লক্ষ মানুষের চলাচল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সরেজমিনে দেখা গেছে, উজিরপুরের হারতা থেকে সাতলা পর্যন্ত পিচঢালা সড়কটি হঠাৎ নদীর পানির প্রবল স্রোতে ধসে পড়ে নদীগর্ভে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজারো মানুষের চলাচলকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় কৃষক ও মৎস্য চাষিরা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শত কোটি টাকার ধান ও পুকুরের মাছ পরিবহনে বড় ধরনের সমস্যা দেখা দেবে। এতে বিপুল ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত উদ্ধার ও সংস্কারকাজ শুরু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, “প্রশাসনের সহায়তা না পেলে দুর্ভোগ আরও বাড়বে। এখনই ব্যবস্থা না নিলে পুরো এলাকা অচল হয়ে পড়বে।”

এই বাংলা/এমএস

টপিক