ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় গণমাধ্যমের ভূমিকা, দায়িত্বশীল সাংবাদিকতা ও জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্ভরযোগ্য ও পেশাদার সাংবাদিকতার বিকল্প নেই। তিনি বলেন, ব্যক্তিগত ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, তবে সংবাদ পরিবেশনে নৈতিকতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার বিষয়টি সবসময় অটুট রাখতে হবে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
মতবিনিময় সভায় ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা জেলার অনিয়ম, জনদুর্ভোগ, নিরাপত্তা চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
- আইনশৃঙ্খলা
- দায়িত্বশীল
- সাংবাদিক
- ডিসি-এসপি

