অগ্নিকাণ্ড–দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ডিমলা উপজেলা প্রশাসন

0
94
ডিমলায় ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ১ ডিসেম্বর (রবিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় উপজেলার মোট ৭৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে ঢেউটিনের বান্ডিল ও তিন হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল মান্না, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুবিধাভোগীরা।

সহায়তা বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারদের উদ্দেশ্যে বলেন,
“সরকারের দেওয়া ঢেউটিন ও বরাদ্দ অর্থ দিয়ে আপনারা ঘর নির্মাণ করবেন। কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে আসবো।”

পুনর্বাসন কার্যক্রমে সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here