25 C
Dhaka
Thursday, October 2, 2025

সরকারি ভূমি উদ্ধারে ডিসি মুমিনুরের ঢাকা মিশন

আরও পড়ুন

::: রাহাত আহমেদ :::

চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে কর্মরত অবস্থায় জঙ্গল সলিমপুরে সরকারি ভূমি দখলবাজদের দূর্গে হানা দিয়ে এক হাজার একরের বেশি ভূমি উদ্ধার করেছিলেন। দখলবাজদের কবল থেকে ‘পরীর পাহাড়’  উদ্ধার করার কর্মযজ্ঞ সাধুবাদ কুড়িয়েছে সব শ্রেণী পেশার মানুষের । ঢাকায় জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েও বেদখল হওয়া সরকারি ভূমি উদ্ধার মিশন শুরু করেছেন ডিসি মুমিনুর রহমান।

ঢাকায় ডিসি হিসেবে যোগ দেবার পর রাজধানীর গুলশানে রাজস্ব সার্কেলের অন্তর্গত ডুমনি ভূমি অফিসে অভিযান দালালমুক্ত করেছেন কার্যালয়টি।

এবার রাজধানী ঢাকার ৫২০ কোটি টাকার জমি উদ্ধার করে দিয়েছেন   সিটি করপোরেশনকে।

ঢাকা জেলা প্রশাসন রাজধানীর দুটি স্থানে অভিযান চালিয়ে ৫২০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে। দখলদার মুক্ত করতে বুধবার (২৪ই মে) রাজধানীর বাসাবো ও লালবাগ এলাকায় জেলা প্রশাসনের  অভিযানে মুক্ত হলো বিপুল পরিমাণ বেদখল হওয়া জমি।  উদ্ধার হওয়া চার দশমিক ৫২ একর জমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

জেলা প্রশাসন জানায়, মতিঝিল রাজস্ব সার্কেলাধীন ‘দক্ষিণগাঁও’ মৌজার বিভিন্ন দাগের সর্বমোট ৪ দশমিক ৫২ একর জমি উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ৫২০ কোটি টাকা। এ ছাড়া লালবাগ রাজস্ব সার্কেলাধীন দক্ষিণ সোনাটেঙ্গর ও চরকামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগের শূন্য দশমিক ১৯১২ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। এসব জমিতে ছোট–বড় সাত থেকে আটটি দোকান ও রিকশার গ্যারেজ রয়েছে।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, অবৈধভাবে দখলে রাখা জমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। পর্যায়ক্রমে সব সরকারি সম্পত্তি চিহ্নিত করে সেগুলো দখলমুক্ত করা হবে।

এইবাংলা /হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর