24.3 C
Dhaka
Friday, October 3, 2025

মামলার হুমকি ছাত্রলীগের মারুফ আদনানের

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক ::

দৈনিক এই বাংলায় নানা অনিয়ম তুলে ধরে প্রতিবেদন প্রকাশের জেরে সম্পাদক  শাহজাহান খানের বিরুদ্ধে মামলা দায়ের করার হুমকি দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান। রবিবার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ও তার সহযোগীদের অপরাধের নানা তথ্য উপাত্ত তুলে ধরে প্রতিবেদন প্রকাশের পরদিন মুঠোফোনে মামলা ও দেখে নেয়ার হুমকি দেন।

জানতে চাইলে দৈনিক এই বাংলার সম্পাদক শাহজাহান খান বলেন, ‘ তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেলে বেগুনে জ্বলে উঠেন মারুফ আদনান। মামলা করার পাশাপাশি আমাকে দেখে দেবার হুমকি দেন। ‘

এদিকে, নিজের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ না থাকার কথা বললেও পরিবেশ অধিদপ্তরের মামলার নথি অনুযায়ী মারুফ আদনান সংস্থাটির করা একটি মামলার ২নং আসামী। ১৯৯৫ সালের পরিবেশ আইনের ১৫(২) ধারায় সেই মামলাটি দায়ের করেছিল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

কক্সবাজার শহরে বাঁকখালী নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ও তার সহযেকগীদেন বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই মামলা দায়ের করা হয় গত বছরের ১৫ ই জুন। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদী হয়ে ওই  ছাত্রলীগ নেতাসহ ১৬ জনের নামে কক্সবাজার সদর মডেল থানায়  মামলাটি দায়ের করেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, সংঘবদ্ধ একটি চক্র গত পাঁচ মাস ধরে বাঁকখালী নদীর প্যারাবন কেটে জায়গা দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ (১)-এর ২ ও ৮ ধারায় প্যারাবন কাটা এবং জলাশয় ভরাট করে দখল আর স্থাপনা নির্মাণের অপরাধে মামলাটি দায়ের করা হয়।

এছাড়া,  ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে কোন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত থাকার কথা নয়। কিন্তু মারুফ আদনানের ঠিকাদারি ও নানা ব্যবসার বিষয়টি বিভিন্ন সুত্র নিশ্চিত করেছেন। প্রতিবেদন প্রকাশের পর কক্সবাজার থেকে বিভিন্ন ব্যক্তি বার্তাকক্ষে ফোন করে মারুফ আদনানসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মাদক ও দখল বাণিজ্যের অভিযোগ করেন।

এইবাংলা / তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর