Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামের রৌমারীতে গ্রাম পুলিশ নিয়োগে জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বয়স জালিয়াতি করে গ্রাম পুলিশে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট চক্র...
Homeঅপরাধঅবৈধ গুড় উৎপাদন ও বাজার জাত করণ বন্ধের দাবিতে গণ মিছিল ও...

অবৈধ গুড় উৎপাদন ও বাজার জাত করণ বন্ধের দাবিতে গণ মিছিল ও মানববন্ধন

মোঃ রতন বাবু, মিঠাপুকুর (রংপুর) :

গুড় তৈরিতে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার এবং ভেজাল খাদ্য বাজারজাতকরণের প্রতিবাদে গণ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (১৭ অক্টোবর) রংপুরের মিঠাপুকুর উপজেলার শূকরেরহাট শাপলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তরা বলেন, দেশের অনেক মানুষ ভেজাল ও দূষিত খাবারের কারণে প্রতিবছর অসুস্থ হয়ে পড়েন। ভেজাল খাদ্যের কারণে শুধু অসংক্রমিত রোগে এখন প্রযন্ত অনেক মানুষ প্রান হারিয়েছেন। তাই দেশে জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ খাবার তৈরি এবং বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন জরুরী বলে মত দেন তারা।

গোলাম মোস্তফা বুলু বলেন, সব ধরণের খাদ্যদ্রব্য ও ভোগ্য পণ্য ভেজাল মুক্ত রাখতে “নিরাপদ খাদ্য আইন- ২০১৩” ও ফরমালিন নিয়ন্ত্রণ আইন- ২০১৫ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মাজহারুল ইসলাম শাফিন বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। দেশের প্রায় সব ভোগ্যপণ্যের মধ্যে ভেজাল ঢুকে গেছে । অধিক লাভের আশায় অধিকাংশ ব্যবসায়ী ও উৎপাদকরা খাদ্যে ভেজাল মেশাচ্ছেন। শক্ত হাতে এগুলো প্রতিরোধ করা সম্ভব না হওয়ায় তা এখন ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

রিপন আহমেদ বলেন, রমজান মাসকে সামনে রেখে ভেজাল গুড় তৈরি এবং মজুদে ব্যস্ত ব্যবসায়ীরা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণীর কারখানা মালিক ভেজাল গুড় তৈরিতে দিন রাত মরিয়া হয়ে খাটছেন।

প্রশাসনের নাকের ডগায় গড়ে ওঠা এ সকল কারখানার মধ্যে শুকুরের হাট এলাকার পশ্চিম গেনারপাড়া ও ফুলচৌকি খামার পাড়ার একাধিক কারখানার বাস্তব চিত্র।

শুকুরের হাট এলাকার, আখতারুল পাইকার, মুকুল মিয়া, নালু মিয়া, মোখলেসার রহমান দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব কারখানায় বিষাক্ত গুড় তৈরি করে বাজারজাত করছেন। এসব বন্ধ করতে প্রশাসন থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
সাফিন মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সিয়াম, শামীম, মোনারুল, খোকন, লজেন্সসহ প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক