28.2 C
Dhaka
Friday, October 3, 2025

আমরা অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই- নির্বাচন কমিশনার

আরও পড়ুন

::: খুলনা প্রতিনিধি :::

নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরেপেক্ষ। এজন্য আমরা অবাদ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছি।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন সচেষ্ট। ‘পাঁচ সিটি করপোরেশনে আমরা স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে চাই।’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান সোমবার (৮ই মে) সকাল ১১ টায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনসহ জেলা প্রশাসনের দায়িত্বশীল  কর্মকর্তারা।

এইবাংলা /হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর