25 C
Dhaka
Thursday, October 2, 2025

সিলেটে অস্ত্রসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

সিলেটের ওসমানীনগরে কৃষকের বর্গা জমি থেকে জোর করে ফসল কাটতে বাধা দেবার ঘটনায় জাকির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।ওসমানীনগর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাকির আহমদকে  (৩৪) তার বাড়ি থেকে গ্রেফতার করে। জাকির ওসমানীনগরের মোল্লাা পড়া গ্রামের  মৃত ময়না মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাকিরের দেয়া তথ্যমতে তার বসতঘরের ভিতরে টয়লেটের ফলস্ ছাদের উপর থেকে একটি পুরাতন কালো, নীল ও ছাই রঙের সুতির লুঙ্গি দিয়ে মোড়ানো ১ টি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত সচল ওয়ান শুটার পাইপগান, ১টি দেশীয় তৈরী কাটের বাটযুক্ত সচল পাইপগান, ৬ রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ, ১টি সবুজ রঙ্গের কার্তুজ এর খালি খোসা, ১ টি লাল রঙ্গের মকমল কাপড় দ্বারা তৈরী গুলি রাখার খালি ব্যাগ উদ্ধার করা হয়েছে।  এ সংক্রান্তে ওসামনীনগর থানার মামলা নং-৩০ তারিখ: ২৯/০৪/২০২৩খ্রিঃ ধারা-১৯অ/১৯(ভ) ঞযব অৎসং অপঃ, ১৮৭৮; রুজু করা হয়েছে।

জানা যায়, গত শনিবার  (২৯ এপ্রিল)  ওসমানীনগর থানাধীন মোল্লাপাড়া (চেবারপাড়া) এলাকার জনৈক জালাল উদ্দিন তার বর্গা চাষকৃত জমি হতে শ্রমিক নিয়ে ধান কাটার সময়  দুপুর সাড়ে বারোটার দিকে    গ্রেফতারকৃত আসামী জাকির আহমদ তার হেফাজতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে জালাল উদ্দিনকে ধান কাটার কাজে বাধা দেয়।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া প্রতিবাদ করায় গ্রেফতারকৃত আসামী জাকির আহমদ তার অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়াকে লক্ষ্য করে গুলি করে।এতে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এই ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অস্ত্রসহ জাকিরকে  গ্রেফতারে সক্ষম হয়েছে।  গ্রেফতারকৃত আসামীর দখল হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং সরবরাহ দাতাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ‘

প্রাথমিক অনুসন্ধান এবং থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জাকির আহমদ এর বিরুদ্ধে  একটি হত্যাচেষ্টাসহ মোট দুইটি মামলা পাওয়া যায়। আহত জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া বর্তমানে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটে চিকিৎসাধীন আছে।

এইবাংলা /তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর