25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ৬ হাজার

আরও পড়ুন

::: সিলেট প্রতিনিধি :::

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার  ১৪৯টি কেন্দ্রে ৯৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে । বিভাগের চার জেলার মধ্যে সিলেটে ৫৯টি, হবিগঞ্জে ৩১টি, মৌলভীবাজারে ২৬টি এবং সুনামগঞ্জে ৩৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার  এসএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ এবং মেয়ে ৬৪ হাজার ৮০৪ জন।

এর আগে ২০২১ সালে এক লাখ ২১ হাজার ১৬১ ও ২০২২ সালে ৪ হাজার ৬৪৩ জন কমে এক লাখ ১৬ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী ছিল।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় এ বোর্ডে ৪৯ হাজার ৮৭ জন ছেলের বিপরীতে পাস করে ৬৬ হাজার ৩০৪ জন মেয়ে। এই পরিসংখ্যান বিবেচনায় নিলে দেখা যাচ্ছে, এবার মেয়েরা এগিয়ে গেছে আরও।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, “মেয়েরা পড়ালেখায় সচেতন। এ কারণে তারা এগিয়ে যাচ্ছে। আবার সিলেট অঞ্চলের ছেলেদের বিদেশ যাওয়ার প্রবণতা আছে। এ কারণে তারা পড়ালেখায় অমনযোগী হয়ে পড়ে।”

এবারের এসএসসি পরীক্ষায় বোর্ডে পরীক্ষার্থী কমেছে ৬ হাজারের মত। এর মধ্যে ছাত্রের সংখ্যাই কমেছে বেশি।গত বছর এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ করেন ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন।

প্রতি বছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমে যাওয়ার জন্য বিদেশ গমনের প্রবণতাকে দায়ী করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল। তিনি বলেন, ছেলেদের বিদেশমুখিতার প্রবণতা বেশি। যে কারণে ছেলে পরীক্ষার্থী কমছে। মেয়ে শিক্ষার্থী বেশি থাকে। বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় পরীক্ষার্থী খুবই কম। এ অঞ্চলে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় শিক্ষার্থী বাড়াতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর