::: লন্ডন প্রতিনিধি :::
সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সংবাদ সম্মেলন করেছে ‘আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী ক্যাম্পেইন কমিটি ‘। শুক্রবার (২৮ এপ্রিল) পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ৷
সংবাদ সম্মেলনে প্রবাসী আওয়ামী লীগ নেতা ও পরীক্ষিত সংগঠক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র হিসেবে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবাসী অধ্যুষিত সিলেট নিয়ে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে ‘স্মার্ট সিলেট ‘ গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে হবে। আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে প্রবাসী বাংলাদেশিদের দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহবান জানান ক্যাম্পেইন কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দেওয়ান গৌচ সুলতান, নইম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আ স ম মিসবা, মোহাম্মদ গয়াস, সরুক মিয়া, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, নজরুল ইসলাম পাশা, তাইসির মাহমুদ, মোসলেহ উদ্দিন আহমেদ, রহমত আরী, আব্দুল করিম গণি, মতিয়ার চৌধুরী, কামাল মেহেদী প্রমুখ।