বেতন বৃদ্ধি ও চাকরির নিরাপত্তাসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেহেরপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে হরিজন ঐক্য পরিষদ ও হরিজন যুব ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি
২. কোনো কর্মীকে কাজ থেকে অব্যাহতি না দেওয়া
৩. কর্মীদের জন্য প্রয়োজনীয় বাসস্থান নিশ্চিত করা
৪. কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার সম্পূর্ণ ব্যয় পৌরসভাকে বহন করতে হবে।
হরিজন ঐক্য পরিষদের সভাপতি বাচ্চু বাসফোড়ের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন ভূঁইমালি, কল্যাণ পরিষদের সভাপতি মিঠু বাসফোড়, যুব পরিষদের সভাপতি জনি বাসফোড়, যুগ্ম সম্পাদক অমিত কুমার প্রমুখ।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরের সৌন্দর্য রক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। অথচ তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা এখনও উপেক্ষিত। তারা আরও জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত না এলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক