25 C
Dhaka
Thursday, October 2, 2025

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরীর

আরও পড়ুন

::: আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি :::

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় সানি আকতার (১৩ ) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বনফুল ডেইরি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানি আকতার চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মোহাম্মদ এনাম এর বড় মেয়ে। সে বরকল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহতরা হলেন ‌, কর্ণফুলীর দৌলতপুর ইউনিয়নের মোহাম্মদ কায়েছ এর স্ত্রী ডেজি আক্তার ৩২, এলি আক্তার, তুলি আকতার।

নিহতের স্বজন মোঃ কায়েছ জানান, কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকা থেকে দাওয়াত খেয়ে তারা বাড়ি যাচ্ছিলো। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা সবাই আহত হয়। এসময় ঘটনাস্থলে সানি আক্তার মারা যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন শেষে নিহতের  লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইবাংলা /সনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর