25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

মুন্সীগঞ্জে ঝড়ে আম কুড়াতে গিয়ে ভেঙে পড়া ঘর চাপায় বৃদ্ধার মৃত্যু

আরও পড়ুন

::: মুন্সীগঞ্জ প্রতিনিধি :::

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝড়ে ভেঙে পড়া ঘরের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  ৬৫ বছরের এই বৃদ্ধার নাম  সাফিয়া বেগম।  বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাফিয়ার স্বামীর নাম মৃত জুলহাস শেখ। সে ফুরশাইল গ্রামের ডাক্তার বাড়িতে ভাড়া থাকতো। তাদের বাড়ি ময়মনসিংহ। প্রায় ২৫ বছর যাবৎ এ এলাকায় বসবাস করতেন এবং হোটেলে রান্নার কাজ করতে তিনি।

তার দেবর সাহেদ আলী জানান, সন্ধ্যা ৬ টার দিকে ঝড়ের সময় তার ভাবী সাফিয়া আম কুড়াতে যায়, সেটা তার স্ত্রী দেখেছেন। ঝড়ের পর রাত ৮ টার দিকে তাকে খুঁজে না পেয়ে আম কুড়াতে যাওয়া মরহুম জাহাঙ্গীর খানের বাড়ির ওখানে খুঁজতে গিয়ে দেখেন পরিত্যক্ত টিন কাঠের ঘর ঝড়ে ভেঙে পড়েছে।  জুলহাস ঐ বাড়ির কেয়ার টেকার, লাইট নিয়ে তিনি গিয়ে দেখেন দুটি পা দেখা যাচ্ছে, ঘর চাপা পরে আছে কেউ। চিৎকার দিলে খুঁজতে আসা স্বজন ও আসপাশের লোকজন টিন কাঠ সরিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারণা আম কুড়াতে গিয়ে ঝড় বেড়ে যাওয়ায় পরিত্যাক্ত ঘরে আশ্রয় নিয়েছিলেন তিনি।  ঘর ভেঙে পড়ার পর সেখানে চাপা পড়ে  মারা যান তিনি।  ২ ঘন্টা পরে তাকে উদ্ধারের পর সেখানে আমসহ একটা ব্যাগ পাওয়া যায়।

এইবাংলা/ হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর