25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

শাহজালাল বলী চ্যাম্পিয়ন

আরও পড়ুন

::: নাদিরা শিমু :::

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৪ তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার শাহজালাল বলী। মঙ্গলবার চট্টগ্রামের বলী খেলা মঞ্চে তিনি গতবারের চ্যাম্পিয়ন তারেকুল ইসলাম জীবন বলীকে পরাস্ত করে জিতে নিয়েছেন মুকুট। ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১০তম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহজালাল বলী।এর আগের আসরে শাহজালাল বলী রার্নাস আপ হয়েছিলেন। তিনি পেশায় একজন ফল বিক্রেতা। মঙ্গলবার বিকেলে লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে এ খেলা হয়। এবারের বলী খেলায় প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমি ফাইনাল ও ফাইনালে (চ্যাম্পিয়ন বাউট) মোট ৬৮ জন বলী অংশ নেন।

এদিন বিকেল ৪টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় নগরীর ঐতিহাসিক লালদীঘির চত্বরে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসরের আয়োজন করা হয়। খেলার রেফারি ছিলেন আবদুল মালেক। বলী খেলাকে কেন্দ্র করে চলছে ৩ দিনের বৈশাখী মেলাও।

বন্দরনগরী চট্টগ্রামের ইতিহাসের সঙ্গে সমার্থক হয়ে যাওয়া ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৪তম আসর বসেছে লালদিঘী ময়দানে । বলী খেলাকে কেন্দ্র করে ঐতিহাসিক লালদিঘি ময়দান ঘিরে তিন দিনের লোকজ বৈশাখী মেলাও শুরু হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া তিন দিনব্যাপী মেলা বসেছে বন্দরনগরীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। এবারের মেলায় প্রথমবারের মতো আয়োজন হচ্ছে ‘চাটগাঁইয়া উৎসব’।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়।জব্বারের বলী খেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, খেলায় শতাধিক বলী অংশগ্রহণ করার আগ্রহ দেখালেও কোনো ক্যাটাগরিতে না পড়ায় ৪০ জন বলীকে বাদ দেওয়া হয়েছে।

বলী খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া মেলায়  মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, মুড়ি মুড়কি, পাটি, দা-বটি, ছুরিসহ বিভিন্ন লোকজ পন্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা। হেন পণ্য নেই যা মেলায় নেই। মেলা ঘিরে শিশুরাও আনন্দে মেতে উঠেছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রাম শহরের বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। পরে এটি জব্বারের বলী খেলা নামে পরিচিত। পঞ্জিকা অনুসারে বৈশাখের ১২ তারিখে লালদিঘির ময়দানে বলী খেলা হয়। এই উপলক্ষে তিন দিন ধরে চলে মেলা।

এইবাংলা/ হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর