25 C
Dhaka
Thursday, October 2, 2025

প্রধানমন্ত্রীর পক্ষে সৈয়দা রাজিয়া মোস্তফা’র ঈদ উপহার বিতরণ

আরও পড়ুন

::: শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধি :::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  প্রধানমন্ত্রীর পক্ষে ঈদসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা।

এ সময় সৈয়দা রাজিয়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দরবারে হাত তুলেন। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা হায়নাদের হাতে হাত মিলিয়ে কাজ করেছিলেন তারা আবারও বিভিন্নভাবে পায়তারায় লিপ্ত আছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ও তার কাজকে ব্যাহত করার জন্য অরাজকতা করার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষভাবে মোনাজাত করেন মাইজভান্ডার দরবার শরীফের সন্তান সৈয়দ মাওলানা বশির উদ্দিন মাইজভান্ডারী।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর