নূরে আলম বাবু,নীলফামারী প্রতিনিধি :
‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে গ্রীন স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ উপলক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) নীলফামারী ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি, বিদ্যালয় মাঠ পরিষ্কার–পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিবেশ অধিদপ্তর, নীলফামারীর সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ও বিদ্যালয়ের অধ্যক্ষ মো. জোবায়ের হাসান সুজন বক্তব্য রাখেন।
বক্তারা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ভিত্তিক এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক