::: নিজস্ব প্রতিবেদক :::
সমাজের পিছিয়ে পরা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে রাতের আধাঁরে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রামের যুবলীগ নেতা মাহবুবুল হক সুমন। কোন ধরনের প্রচারণা ছাড়াই রাতের আঁধারে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ,সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের এমন উদ্দ্যেগ সাধুবাদ পেয়েছে সব শ্রেণী পেশার মানুষের।
জানা যায় মহানগর যুবলীগ নেতা এনামুল হক এনাম এর সার্বিক সহযোগিতায় সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে ঈদ বস্ত্র উপহার বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার ৩৪ নং ওয়ার্ডের পাথরঘাটা ব্রিকফিল্ড রোড, ফিরিঙ্গী বাজার, আলকরণসহ বিভিন্ন এলাকায় খেটে খাওয়া দিনমজুর ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক যুবলীগের এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।