নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে গতকাল মানববন্ধন করেছে বিভিন্ন ইসলামী দল। রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া একই দাবিতে আজ দেশের সব জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন : জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা ঐতিহাসিক শাপলা চত্বরে অবস্থান নেন। সেখানে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও তো সংবিধানে নেই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্ত করা হবে? সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তা নাহলে জাতীয় নির্বাচনও সঙ্কটাপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। একজন নির্বাচন কমিশনার একটি দলের মতো করে কথা বলছেন। শাপলা চত্বরের বক্তৃতা মঞ্চে আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম প্রমুখ।
খেলাফত মজলিস : মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাস করতে হবে। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া ও বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।
বাংলাদেশ খেলাফত মজলিস : জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর চারটি স্থানে দৈনিক বাংলা মোড়, যাত্রাবাড়ী, আসাদগেট ও টেকনিক্যাল মোড়ে মানববন্ধন করে দলটি। দৈনিক বাংলা মোড়ের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, জুলাই সনদ জাতির চেতনার প্রতীক। এটি বাস্তবায়িত হলে দেশ ন্যায়, নীতি ও সমতার পথে অগ্রসর হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে অবিলম্বে এ সনদ বাস্তবায়ন করতে হবে।
এতে প্রধান আলোচক হিসেবে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, জুলাই সনদ জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করবে। তাই এর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। জনগণের দাবি উপো করা হলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।
খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। ফ্যাসিস্ট খুনিদের বিচার ও পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না। গতকাল বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালনকালে শাহবাগ মোড়ে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমমনা দলসমূহের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে যাত্রাবাড়ী টু গাবতলী মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খেলাফত আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মহানগর আমির প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল মাজেদ আতহারী। প্রধান বক্তা ছিলেন মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। বক্তারা বলেন, রক্তের ওপর প্রতিষ্ঠিত ইন্টেরিম গভর্নমেন্ট গণভোট দিতে বিলম্ব করলে অথবা জুলাই সনদের আইনিভিত্তি প্রদানে গড়িমসি করলে আন্দোলন ভিন্ন মাত্রায় মোড় নিবে।
এই বাংলা/এমএস
টপিক