স্বীকৃত নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছন ভারতের কিরান নাভগির।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভারতের সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে শুক্রবার (১৭ অক্টোবর) পাঞ্জাবের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন মহারাষ্ট্রের নাভগির। এই ইনিংসের মাধ্যমে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের বিশ্ব রেকর্ড দখলে নিয়েছেন তিনি।
এতদিন নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন ডিভাইন। ২০২১ সালে ঘরোয়া প্রতিযোগিতায় ৩৬ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথমে ব্যাট করে পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান করে। জবাবে নাভগিরের রেকর্ড সেঞ্চুরিতে ৮ ওভারের মধ্যে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় মহারাষ্ট্র। ১১১ রান তাড়ায় মহারাষ্ট্রের হয়ে একাই ১০৬ রান করেন নাভগির। ৩৫ বল খেলে সাতটি ছক্কা ও ১৪টি চারে ১০৬ রানে অপরাজিত থাকেন ৩১ বছর বয়সি নাভগির।
বিশ্ব রেকর্ডের ইনিংসে নাভগিরের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬। নারী ক্রিকেটে ৩০০-এর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন নাভগির।
এই বাংলা/এমএস
টপিক
