24.3 C
Dhaka
Friday, October 3, 2025

দূর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১২ তম

আরও পড়ুন

ডেস্ক রিপোর্ট ::

যেসব দেশে দুর্নীতির মাত্রা অধিক, সেসব দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। আর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে। ১৮০টি দেশের মধ্যে ২০২২ সালে বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে এই অবস্থানে এসেছে। এর আগের বছর ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩ তম। এ বছর বাংলাদেশের এক ধাপ অবনমন হয়েছে।

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক ২০২২ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।এ সময় বাংলাদেশের এ অবস্থানকে হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি। বলেন, অর্থ পাচার ও সুশাসনের অভাবে এমন চিত্র। গতবছর সরকারি খাতে ক্রয় সংক্রান্ত, ঋণ খেলাপি, ব্যাংকিং খাতে জালিয়াতি ও অর্থ পাচার বেশি হওয়ায় এবং এর সঙ্গে জড়িত প্রভাবশালীদের জবাবদিহি ও আইনের আওতায় আনতে না পারায় এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কম হওয়ায় এক ধাপ অবনমন হয়েছে। তবে আইনের যথাযথ প্রয়োগ, কাঠামোগত দুর্বলতা দূরীকরণ ও রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব বলে মনে করছে টিআইবি। টিআই বলেছে, তালিকায় ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান ১৮০ দেশের মধ্যে ১৪৭তম। আগের বছরও একই অবস্থানে ছিল বাংলাদেশ। ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৫, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কেবল আফগানিস্তানের ওপরে। সূচকে ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে আছে ডেনমার্ক।৮৭ পেয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। আর সবচেয়ে দুর্নীতি বেশি হচ্ছে সোমালিয়ায়। তাদের স্কোর মাত্র ১২। ১৩ পেয়ে দ্বিতীয় স্থানে আছে সুদান ও সিরিয়া।

এইবা/ডেস্ক/রাজু-হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর