24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

মেক্সিকোতে অভিবাসন আটককেন্দ্রে আগুন, অন্তত ৩৯ জনের প্রাণহানি

আরও পড়ুন

::: আন্তর্জাতিক ডেস্ক :::

যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে উত্তর মেক্সিকোতে অভিবাসন আটককেন্দ্র (ডিটেইলস সেন্টার) আগুনে অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার মেক্সিকো কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে।খবর এপি।

সোমবার রাতের দিকে আগুন লাগার কয়েকঘণ্টা পর সিউদাদ জুয়ারেজ শহরের ওই কেন্দ্রের বাইরে মরদেহগুলো সিলভার পাতের ওপর রাখা হয়েছিল।

ঘটনাস্থল থেকে মর্গে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপন কর্মীদের ভিড় লেগে গিয়েছিল। ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউটের পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ৩৯ জন এই ঘটনায় নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৯ জন।

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সিউদাদ জুয়ারেজ গুরুত্বপূর্ণ একটি স্থান। যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বহু অভিবাসী এখানে আশ্রয় নিয়েছে। যারা অভিবাসন প্রক্রিয়ার জন্য অপেক্ষা করেন, তারাও এখানে আশ্রয় নিয়েছেন।ম্যাক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দফতর বলছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এইবাংলা/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর