26 C
Dhaka
Thursday, October 2, 2025

বিড়াল ছানার লোভ দেখিয়ে চট্টগ্রামে শিশু অপহরণ

আট দিনেও মিলেনি খোঁজ

আরও পড়ুন

:::নাদিরা শিমু :::

আবিদা সুলতানা আয়নি, নিখোঁজের আটদিন পরও মেয়ের খোঁজ না পেয়ে আদালতের দারস্থ হয়েছেন মা বিবি ফাতেমা । চট্টগ্রাম নগরের পাহাড়তলী আবদুল হাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অয়নি গত ২১ শে মার্চ থেকে নিখোঁজ। বাবা,মার একমাত্র সন্তান আবিদা সুলতানা আয়নিকে বিড়াল ছানার লোভ দেখিয়ে কাজিরদিঘী এলাকার জনৈক রুবেল (৩৫) অপহরণ করেছেন – এমন অভিযোগ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার  (২৮ শে মার্চ)  চট্টগ্রামের নারী শিশু আদালতে (২) মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে নিখোঁজ শিশুটির মা ‘বিবি ফাতেমা’ অভিযোগ করেছেন, গত ২১ শে মার্চ হতে পাহাড়তলী এলাকার কাজিরদিঘি নুরভবন হুদামিয়ার বাসা  থেকে তার মেয়ে স্কুল শিক্ষার্থী আবিদা সুলতানা  নিখোঁজ হন৷  আবিদার বাবা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। স্থানীয় রিজিয়া বেগমের বখাটে ছেলে রুবেল (৩৫) এই ঘটনার সাথে জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। :

গোলাম মওলা মুরাদ বলেন, ‘  শিশুটি আটদিন ধরে নিখোঁজ। সিসিটিভি ফুটেজে এই ঘটনায় জড়িত কে- সেই বিষয়টি স্পষ্ট। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে আসামি রুবেলের বিরুদ্ধে। আদালত মানবাধিকার আইনবিদদের আবেদন শুনানি শেষে ওসি পাহাড়তলীকে সরাসরি এজাহার নিতে নির্দেশ দেন।’

বিবি ফাতেমা বলেন, আমি একটি গার্মেন্টসে চাকরি করি, আমি স্বামী ঢাকায় চাকরি করেন। মেয়েকে নিয়ে আমি পাহাড়তলীর কাজিরদিঘি এলাকায় থাকি।  আটদিন ধরে আমার মেয়েটি নিখোঁজ। সিসিটিভি ফুটেজ এবং পার্শ্ববর্তী লোকজনের ভাষ্যমতে রুবেল আমার মেয়েকে বিড়াল ছানা দেখানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করেছিলেন। সেই থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজেকে আড়াল করতে ক্লিন শেভ করে রুবেল নিজের অবয়ব পরিবর্তন করে ফেলেছেন। ‘

নিখোঁজ শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে আইনী সহযোগিতা করছেন চট্টগ্রামের মানবাধিকার  আইনবিদরা।

এইবাংলা/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর