পিরোজপুর প্রতিনিধি :
সোমবার(১৩ আগষ্ট)সকালে পিরোজপুর ব্র্যাক অফিস পরিদর্শন করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা প্রশাসক পিরোজপুর ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিত হোন এবং সপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বাল্য বিবাহ গ্র্যাজুয়েটদের সনদ বিতরণ করেন।
তিনি তার বক্তব্যে ব্র্যাকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যতিক্রমী গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাক রেগুলেটরি অ্যাফেয়ার্স এর ডিভিশনাল ম্যানেজার বিভাষ চন্দ্র তরফদার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলাম।
এছাড়া উক্ত কর্মসূচিতে ব্র্যাক রিজিওনাল অফিসের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সহায়তা কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলায় ৭০ টি দলে ১৭৫০ জন ১৩-১৭ বছরের কিশোরীদের নিয়ে সপ্নসারথি দল গঠন করেছে, যারা নিজেরা সপ্ননিয়ে নিজেদের গন্তব্যে এগিয়ে যাবে একই সাথে বাল্য বিবাহ প্রতিরোধ করে সুস্থ্য সমাজ গঠণে ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে ৩২ জন সপ্নসারথিকে বাল্য বিবাহ গ্র্যাজুয়েশন সনদ প্রদান করা হয় এবং এ বছর জেলায় ২১১ জনকে উক্ত সনদ প্রদান করা হবে।
এই বাংলা/এমএস
টপিক