চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার সকাল ১১ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ খ্রি. পালিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। র্যালিত্তোর উপজেলা ফায়ার সার্ভিস একই চত্তরে অগ্নি নির্বাপক মহড়া দেন। এ মহড়া শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা ভারপ্রাপ্ত ফায়ার ষ্টেশন মাষ্টার মুর্তাজা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ।
বক্তরা প্রাকৃতিক দুর্যোগগুলো প্রশমনের জন্য পূর্ব প্রস্তুতী গ্রহনের উপর বিশদ আলোচনা করেন। একই সাথে মনুষ্য সৃষ্টি দুর্যোগগুলো রোধকল্পে জনসচেতনতার গড়ে তোলার উপর জোর দেন
এই বাংলা/এমএস
টপিক