সুমন মিয়া, বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সিমারপাড়া এলাকায় বসবাসকারী একাধিক পরিবার জীবন ও পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
তারা একই এলাকার শেখ ফরিদ মিয়া ও তার ছেলে জানিক মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে হয়রানি, হুমকি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ এনেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীদের নিজ বাড়িতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আল সুমন, আব্দুল্লাহ আল মামুন, রতন সাহার স্ত্রী শ্রাবন্তী সাহাসহ বেশ কয়েকজন।
তারা জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আল সুমন অভিযোগ করে বলেন, “শেখ ফরিদ ও তার ছেলে জানিক মিয়া আমাদের সম্পত্তি দখল করতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এমনকি খুনের হুমকিও দিয়েছে। আমরা বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি (জিডি নং: ৪৭২), কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।”
স্থানীয় মোটরসাইকেল মেকানিক রতন সাহার স্ত্রী শ্রাবন্তী সাহা বলেন, “১৫ বছর আগে শেখ ফরিদের কাছ থেকে চার ফুট রাস্তা সংযুক্ত জায়গাসহ জমি কিনে বাড়ি করেছি। কিন্তু তিনি বারবার টাকা দাবি করে রাস্তা বন্ধ করে দেন। কয়েকবার টাকা দিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি।”
আরেক ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন বলেন, “সাংসারিক প্রয়োজনে আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি বা ইজারা দিতে গেলে অভিযুক্তরা সম্ভাব্য ক্রেতা ও ইজারাদারদের হুমকি দেয়। এতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, অভিযুক্তদের প্রভাবের কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি।
তাদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী পরিবারগুলোর জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য ভুক্তভোগী সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক