26 C
Dhaka
Thursday, October 2, 2025

অবিশ্বাস্য হলেও সত্যি নাটোরের বাগাতিপাড়ায় এক মুরগি দিনে ২টি ডিম দিচ্ছে

আরও পড়ুন

::: আল আমিন,নাটোর প্রতিনিধি:::

একটি ব্রয়লার মুরগি প্রতিদিন দুইটি করে ডিম দিচ্ছে, কথাটি শুনে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়ার ঠেঙ্গামারা গ্রামের রাকিবুল ইসলাম রকির বাড়িতে।

তিনি ঐ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। স্থানীয় সুত্রে যায়, রকির বাড়িতে এমন একটি ব্রয়লার মুরগি আছে যা একসাথে দুইটি করে ডিম দেয়। কথাটি শুনে সরেজমিনে মুরগিটির মালিক রকির বাড়িতে গিয়ে বিষয়টি সরজমিনে দেখা যায় ঘটনাটি সত্যি।

মুরগির মালিকের বাড়িতে ঢুকতেই দেখা যায়,স্থানীয় লোকজন মুরগিটিকে একবার দেখার জন্য ভীড় করে আছে। অনেকে আবার মুরগিটিকে নিয়ে ছবিও তুলছেন। ভীড় ঠেলে ভিতরে গিয়ে কথা হয় মালিক রকির সাথে।

তিনি জানান, ব্রয়লার মুরগির ব্যবসা করার জন্য নাটোরের বিসমিল্লাহ হ্যাচারী থেকে ১০০টি মুরগির বাচ্চা ক্রয় করে নিয়ে আসেন। মুরগি গুলো আস্তে আস্তে বড় হতে থাকলে তিনি সেগুলোকে বিক্রি করে দিয়ে এই মুরগিটিকে পালনের উদ্দেশ্যে রেখে দেন।

হঠাৎ একদিন মুরগির ঘরে দুই ডিম দেখে অবাক হন তিনিসহ পরিবারের সদস্যরা। তারপরের দিনও দুইটি ডিম দেখেন। এভাবে ৪ মাস থেকে দুইটি করে ডিম দিচ্ছে মুরগিটি।

রাতে মুরগিটি ঘরে ঢুকলে সকালে বের হবার সময় একটি ডিম পাওয়া যায়, আবার দুপুরে ঢুকলে বিকেলে আরেকটি ডিম পাওয়া যায়। দ্বিতীয় ডিমটি একটু নরম হয় বলেও জানান তিনি।

মুরগিটির ওজন প্রায় ৬ কেজি।এদিকে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের  কর্মকর্তা বলেছেন, মুরগিটি খাবারে অতিরিক্ত পুষ্টি পাওয়ায় এমনটি ঘটতে পারে। লোকমুখে শুনে এক মুরগির দুইটি ডিম দেবার ঘটনার সত্যতা পেয়েছে বলে দাবী করেন স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান।

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু বলেন, ‘পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। হয়তো বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে এটি সম্ভব হয়েছে।’

মুরগিটি নিয়ে গবেষণা করে নতুন জাত সৃষ্টি করা যেতে পারে বলেও মনে করেন তিনি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল কর্মকর্তা (ভার.) ডা. আবু হায়দার আলী বলেন, ‘স্বাভাবিক ভাবে একটি ডিম তৈরি হতে ২৪ ঘন্টা সময় লাগে।

১২ ঘন্টা পর পর একটি করে ডিম দেওয়ার ঘটনাটি অস্বাভাবিক হলেও, মুরগিটি দেখে ঢাকা থেকে গবেষক টিম আনার ব্যবস্থা করবো। এই মুরগি থেকে দুইটি করে ডিম দেয়া মুরগির জাত উদ্ভাবন করতে পারলে ডিমের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সুনাম কুড়াবে বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর