26 C
Dhaka
Thursday, October 2, 2025

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

রমজানে প্রথম দিনেই দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন খুলনার আওয়ামী লীগ নেতা আনসার আলী। খুলনার শিরোমনিতে দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনসার আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ওই আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।’

তিনি আরও জানান, ‘আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে তাকে গুলি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

তিনি বলেন, ‘নিহত আনসার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দির্ঘদিন খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এইবাংলা/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর