নূরে আলম বাবু, নীলফামারী প্রতিনিধি :
‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাবেয়া বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ-পূর্ব প্রস্তুতি গ্রহণের বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।
এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক