25 C
Dhaka
Thursday, October 2, 2025

যে কোন নাগরিক স্মার্ট আইডিয়া শেয়ার করতে পারবে – জেলা প্রশাসক 

আরও পড়ুন

::: নাদিরা শিমু :::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামকে স্মার্ট জেলা হিসেবে রুপান্তর করতে সম্ভাবনাময়  ধারনা জমা দিতে পারবে সরকারি বেসরকারি সংস্থা, স্কুল কলেজের যেকোন শিক্ষার্থী, যে কোন সচেতন নাগরিক।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন,  ‘ নাগরিকদের সুচিন্তিত প্রস্তাবনা ও উন্নত ধারনা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলা হবে। ‘

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসানাত মোঃ বেলাল, কাউন্সিলর, বাগমনিরাম  ওয়ার্ডের  কাউন্সিলর  ও প্যানেল মেয়র  মোহাম্মদ গিয়াস উদ্দিন, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জেলা পুলিশ, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইউসিবিএল ব্যাংক লিমিটেডের  প্রতিনিধিসহ  ১৫টি উপজেলার সকল ইউএনও ও সকল এসি ল্যান্ডবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।

কর্মশালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর  আবুল হাসানাত মোঃ বেলাল স্মার্ট ইউটিলিটির অংশ হিসাবে আগামী ৬ মাসের বর্জ্য ব্যবস্থাপনা ও শহরের মধ্যে ঝুলে থাকা ক্যাবল নেটওয়ার্কেন স্মার্ট ব্যবস্থাপনা বিষয়ে সুচিন্তিত প্লান প্রেজেন্টেশন আকারে পেশ করেন।

এছাড়া প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিনের গ্রুপ পর্বের আলোচনায় যত্রতত্র ব্যানার, ফেস্টুন ও পোস্টার না লাগানো এবং ফুটপাত মুক্ত করে পথচারীদের চলাচলের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন।  একজন এনজিও প্রতিনিধি বাংলাভাষায় সকল সাইনবোর্ড একই ডিজাইন করার বিষয়ে প্রস্তাব পেশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর