24.5 C
Dhaka
Friday, October 3, 2025

ইভিএম নিয়ে পালানো যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

::: নাদিরা শিমু :::

বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে ইভিএম পালিয়ে যাওয়া যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ বাদী হয়ে বোয়ালখালী থানায় এ মামলা করেন।

মামলায় একমাত্র আসামি করা হয় শ্রীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নির্মলেন্দু দে ওরফে সুমনকে। গতকাল দুপুরে এ ঘটনার পর জ্যেষ্ঠপুরা রমনীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে আটক হওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরীকে রাতে ছেড়ে দেওয়া হয়। রতনকে এই মামলায় ১ নম্বর সাক্ষী করা হয়েছে। এ ছাড়া সহকারী প্রিসাইডিং কর্মর্তা হারুনুর রশীদ ভূঁইয়াকেও মামলাটির সাক্ষী করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাতে এ ঘটনায় মামলা হয়। রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। সুমন পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন চলাকালে গতকাল দুপুরে রমনীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে পালিয়ে যান যুবলীগ নেতা নির্মলেন্দু দে। পরে রতন চৌধুরী ওটা সংগ্রহ করে কেন্দ্রে ফেরত দিয়ে যান। এ সময় সাংবাদিকেরা ছবি তোলেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী আয়েশা ফারজানা  বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও আজ দেখলাম সব ভোটকেন্দ্র ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা দখল হয়ে গেছে।’

‘আমার বেশিরভাগ এজেন্টকে ভোটকেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি একজন আওয়ামী লীগ নেতা ভোটকেন্দ্র থেকে ইভিএম মেশিন ছিনিয়ে নেওয়ার সাহস করেছেন যা নজিরবিহীন,’ বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর