** বাংলা এডিশনের ঢাকা জেলার কেরানীগঞ্জের প্রতিনিধি ইস্পাহানি। এই ইস্পাহানির নামে শাহবাগ থানায় আগে থেকেই মাদক মামলা আছে, এছাড়াও জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
গতকাল ২৬ সেপ্টেম্বর একটি ভবনের কাজে সে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। না দিলে সে কাজ করতে দিবে না। পরে আজকে বিকালে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এখন তাকে থানা থেকে ছাড়াতে বিভিন্ন সাংবাদিকরা তদবির করছে।
উল্লেখ্য, আওয়ামী দোসর কামাল মজুমদারের মালিকানাধীন মোহনা টিভির প্রাক্তন হেড অফ নিউজ মারুফ উদ দোলা বাংলা এডিশনের হেড অফ নিউজ হিসেবে কর্মরত আছে।