বিপ্লব তালুকদার খাগড়াছড়ি::
খাগড়াছড়িতে জনজীবন স্থবির হয়ে আছে। ১৪৪ ধারা জারি রয়েছে। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক গুলোতে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। কিছুটা সীমিত আকার ও প্রয়োজন বুঝে চলাচল করছে। দোকান পাটও তেমন একটা খুলতে দেখা যায়নি।
শহরের শাপলা চত্তর আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। টহলে আছে বিজিবি।
গতকাল শনিবার জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারা উপেক্ষা করেই সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালি দু-পক্ষ। জুম্ম ছাত্র প্রতিনিধিদের ব্যানারে আঞ্চলিক একটি সশস্ত্র সংগঠন এবং পলাতক আ’লীগের গুটি কয়েক নেতাকর্মী সুযোগ নিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে ও সংঘর্ষে রূপ দিয়েছে স্থানীয় বিভিন্ন সুত্র এমন ধারণা করা হচ্ছে।
এ দিকে গতরাতে সংঘর্ষে ঘটনাকে ঘিরে পাহাড়িদের বিভিন্ন আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। এ নিয়ে রাতভর আতঙ্ক বিরাজ করেছে জেলায়।
এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ডাকা অবরোধ কর্মসূচি থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করার কয়েক ঘন্টা পরই চয়ন শীল নামে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করে বিক্ষোভ, সমাবেশ এবং দু’দফায় সড়ক অবরোধের কর্মসুচি পালন করেছে জুম্ম ছাত্র জনতা।