25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

রবিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতনীদের শারদীয় দুর্গোৎসব

আরও পড়ুন

বিপ্লব তালকদার,খাগড়াছড়ি::

অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে রবিবার বাঙালি হিন্দু সনাতনীদের সম্প্রদায়ের প্রাণের উৎসব। দেবী দুর্গার আমন্ত্রণ, অধিবাস বা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এছাড়াও মণ্ডপে মণ্ডপে চলবে চণ্ডীপাঠ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) খাগড়াছড়িতে দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা।

ঢাকে পড়েছে কাঠি। বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা আর কাঁসার ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নামবে ভক্তদের ঢল। ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলবে পুজার আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন হবে গজে শষ্যপূর্ণা বসুন্ধরা। দোলায় দেবীর গমন হলে এর ফল হয় মড়ক। খাদ্যশস্যে পোকা-মাকড়ের আক্রমণ হবে ও রোগব্যাধি বাড়বে।

সোমবার মহা সপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী আর বুধবার হবে মহা নবমীর পূজা। পঞ্জিকা মতে, এবার মহানবমী পূজার শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে পর। বৃহস্পতিবার দশমী বিহিত পূজা ও বির্সর্জ্জন হবে। এবার খাগড়াছড়িতে ৬৪টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

গত মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ ও শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নের শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর