25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মা-মেয়ে ও সিএনজি চালক নিহত

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জের মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা ও অটোরিকশার চালক সজল ঘোষ (৪০), বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তাঁর মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মা-মেয়ে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে সিলেটমুখী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সজল ঘোষ, আঁখি রানী ও তাঁর মেয়ে প্রথমা নিহত হন।

‎শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎মানবিক দিক

‎হঠাৎ এ দুর্ঘটনায় স্বজনহারাদের বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে আঁখি রানী ও তাঁর মেয়ে প্রথমার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী ও প্রতিবেশীরা জানিয়েছেন, পড়াশোনায় মেধাবী প্রথমার অকাল মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর