26 C
Dhaka
Thursday, October 2, 2025

হাতপাখার বিজয় হলে জাতির বিজয় হবে – ফয়জুল করীম চরমোনাই

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমি বিশ্বাস করি হাতপাখার বিজয় হলে এ জাতির বিজয় হবে, হাতপাখার বিজয় হলে গরীবদের বিজয় হবে, ধনীদের বিজয় হবে, হাতপাখার বিজয় হলে মুসলমান-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ সকলের বিজয় হবে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শায়েখে চরমোনাই বলেন, রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই আগামীতে একটি সুন্দর দেশ গড়তে একটি সুন্দর নির্বাচন দরকার। যে নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজে নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা লাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, লাঙ্গল বইতে পারে গরিবরা। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, কিন্তু মার্কা সব গরিবদের। তার মানে ওদের সব ধোঁকাবাজি। ঘুমের সময় কেউ নৌকা, ধানের শীষ, লাঙ্গল বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু হাতপাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে, যে সর্মথন করে সেও ঘুরাতে পারে। হাতপাখা পুরুষ-মহিলাদের। হাতপাখা শান্তি দেয় গরিব-ধনীদেরকে। সবাইকে হাতপাখা শান্তি দেয়। কাজেই আগামীর মার্কা হাতপাখা মার্কা।

সিংড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সভাপতি ও নাটোর-৩ (সিংড়া) আসনে হাতপাখার মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারী এম এম ওমর ফারুক, উপজেলা সেক্রেটারী শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম।

এছাড়াও বক্তব্য দেন সিংড়া পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর