নূরে আলম বাবু,নীলফামারী প্রতিনিধি.:
নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে একযোগে ৭০০ জন ভোটার বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার ইউনিয়নের মোহাব্বত বাজিদপাড়া দোলা পাড়ায় ভবোতরণী দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোলা পাড়া ভবোতরণী দুর্গামণ্ডপের সভাপতি গজেন্দ্রনাথ রায়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু।
বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, “আজকে সনাতন ধর্মাবলম্বীসহ এত মানুষের স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান প্রমাণ করে, এদেশের মানুষ আর নির্যাতন, দুর্নীতি ও অবিচার মেনে নিতে চায় না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের এই যোগদান আমাদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিল। বিএনপি সব ধর্মের, সব মানুষের দল—আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।”
গজেন্দ্রনাথ রায় জানান, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ ভোটাররা বিএনপির আদর্শে আস্থা রেখে স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।