26 C
Dhaka
Thursday, October 2, 2025

পিআর পদ্ধতির দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র: নুরুল ইসলাম নয়ন

আরও পড়ুন

মো: হোসেন,মনপুরা (ভোলা) প্রতিনিধি :

দেশের আপামর জনগণ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঠিক সেই সংকটময় মুহূর্তে কিছু স্বার্থান্বেষী মহল ‘পিআর (Proportional Representation)’ পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি তুলে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, যুবদলের প্রতিটি নেতা-কর্মী জনগণকে সাথে নিয়ে এই অশুভ ষড়যন্ত্র রুখে দেবে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে।

 

রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে মনপুরা উপজেলা বিএনপি আয়োজিত হাজিরহাট সদর এবং বিচ্ছিন্ন কলাতলী চরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এই মন্তব্য করেন। চরফ্যাসন-মনপুরা সংসদীয় আসনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি এই জনগুরুত্বপূর্ণ পথসভাগুলোতে অংশগ্রহণ করেন।

যুবদল সম্পাদক নয়ন তাঁর বক্তব্যে আরও বলেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও গত ১৬ বছর ধরে দেশের মানুষের জীবনে প্রকৃত অর্থে কোনো স্বাধীনতা ছিল না। দেশের শাসন ব্যবস্থায় পার্লামেন্ট থাকলেও তার কোনো কার্যকারিতা ছিল না, কারণ সেখানে যারা সদস্য ছিলেন তারা কেউই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হননি, বরং একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছেন। নির্বাচন কমিশন নামক একটি প্রতিষ্ঠান থাকলেও মানুষের মৌলিক ভোটাধিকার হরণ করা হয়েছে, যা একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। তিনি আরও যোগ করেন, এই অবৈধ সরকার দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এবং জনগণের অধিকার কেড়ে নিয়েছে।

নুরুল ইসলাম নয়ন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “দেশের এই ক্রান্তিকালে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে। আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, গণতন্ত্রের এই লড়াইয়ে সবাইকে সাহসী ভূমিকা পালন করতে হবে এবং কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া যাবে না।

এই পথসভাগুলোতে স্থানীয় বিএনপি ও যুবদলের হাজার হাজার নেতা-কর্মী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা নুরুল ইসলাম নয়নের প্রতি তাদের সমর্থন ও আস্থার প্রতিফলন ঘটায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর