24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

জাতীয় নির্বাচনে জয় নিশ্চিত করতে সর্বস্তরের সহযোগিতা চাইলেন জামায়াত আমীর

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ছাত্রশিবির ডাকসু ও জাকসু নির্বাচনে বিজয় অর্জন করেছে, যা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই বিজয়ের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, দলীয়ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য তিনি সকল শুভানুধ্যায়ী ও সমর্থকদের আর্থিক ও অন্যান্য সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আজ ২০ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Untitled

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে বহু ত্যাগের বিনিময়ে আমরা ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন, অনেকে অঙ্গহানি কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চাই আল্লাহ সেই ত্যাগের পুরস্কার দুনিয়া ও আখিরাতে প্রদান করুন।”

অধিবেশনটি পরিচালনা করেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা। এতে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এটিএম মা’ছুম প্রমুখ। বিভিন্ন সাংগঠনিক প্রতিবেদন ও রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য পেশ করা হয়।

অনুষ্ঠানে আরও বলা হয়, দীর্ঘদিন পর বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমীর জামায়াত মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি উল্লেখ করেন, “অসুস্থতা ও সুস্থতা উভয়ই আল্লাহর নিয়ামত। আমাদের উচিত ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করা।”

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছরের শাসনামলে বহু নেতা-কর্মী নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন, দেশত্যাগে বাধ্য হয়েছেন। এইসব ত্যাগের কারণেই আজ রাজনৈতিকভাবে কাজ করার কিছুটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

শেষে তিনি সকলকে দায়িত্বশীল, বিনয়ী ও আল্লাহর উপর নির্ভরশীল হয়ে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর