24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

‎শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

আরও পড়ুন

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি::

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় আবু হানিফ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ওলিপুর চেকপোস্ট এলাকায় এই অভিযান চালায়। সিলেট থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ব্যথানাশক ট্যাবলেট ২ হাজার ৬০০ পিস, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, চকলেট, নকল ‘ডংডং’ চিপস এবং ৩০টি ভারতীয় শাড়ি (প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের)। সব মিলিয়ে পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকা।

‎ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “মহাসড়কে আমাদের নজরদারি আগের তুলনায় বাড়ানো হয়েছে। কেউ যাতে এই রুট ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করতে না পারে, সে জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি। অপরাধী যে–ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

‎হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম বলেন, “ভারতীয় পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা পণ্য ও কাভার্ডভ্যান থানায় রাখা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর