26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিক বন্ধ

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোর শহরের কানাইখালী এলাকায় রোগীকে ভুল চিকিৎসার প্রাথমিক প্রমাণ পাওয়ায় আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন মুহাম্মাদ মুক্তাদীর আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত নোটিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

তথ্যমতে, গত ২৭ জুলাই নাটোর সদর উপজেলার একডালা নারায়নপুর গ্রামের গার্মেন্টসকর্মী মানিক মিয়া তলপেটে ব্যথা নিয়ে আল-হেরা হাসপাতালে ভর্তি হন। নানা পরীক্ষা শেষে স্বজনদের জানানো হয়, রোগীকে বাঁচাতে জরুরিভাবে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে হবে। স্বজনরা বিভিন্নভাবে টাকার জোগাড় করলে ওইদিনই হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিন তার সহযোগীদের সঙ্গে নিয়ে অপারেশন করেন। কিন্তু এরপরও রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ভুল চিকিৎসার কারণে রোগীর জটিলতা সৃষ্টি হয়েছে।

ওই ঘটনায় মানিক মিয়া ক্লিনিকের বিরুদ্ধে সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ করেন।

সিভিল সার্জন জানান, অভিযোগটি পাওয়ার পর তদন্ত কমিটি করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের বেশ কিছু বিষয়ের সত্যতা পাওয়া গেছে। এ কারণেই ওই ক্লিনিকের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আল-হেরা হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিন ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধের সত্যতা নিশ্চিত করলেও অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর