25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়ি ফ্লাওয়ার ভিলেজে বাহারি রঙের ফুলের সমারোহে মুগ্ধ দর্শনার্থীরা

আরও পড়ুন

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি::

পাহাড়ের মানুষের মাঝে ফুলের সৌন্দর্য ছড়িয়ে দিতে পারিবারিকভাবে গড়ে তুলেছেন স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজ।

যেখানে শোভা পাচ্ছে বাহারি রঙের নানা জাতের ফুলের সমারোহ। শুধু তাই নয়, ফুল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে নিতে পারবেন বিশ্রাম। খেতে পারবেন চা, কফি ছাড়াও পছন্দের খাবার। কিনতে পারবেন বিভিন্ন দেশি-বিদেশি ফুল ও ফলের চারা।

এগ্রো ট্যুরিজম নজর কাড়ছে ফুল প্রেমীদের। সাড়াও মেলছে বেশ। মানুষের মাঝে ফুলের সৌন্দর্য ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এ উদ্যোগ এই ফুলের বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ১০ থেকে ১২ জন শ্রমিকের।

এক সময় এখানে ছিলো ছিল পাহাড়ের পরিবেশ ধংসকারী ইটভাটা। এখন বাহারি রঙের দেশী-বিদেশী ফলের বাগান। জায়গাটি এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজে।

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুড়াপাড়ায় এই নার্সারি দেখে মনে হয় যেনো রঙিন ফুলের বাগান। মাত্র ৩০ টাকা দিয়ে টিকেট কেটে বাগানে প্রবেশ করলে মন ভরে যাবে যে কারো। ফুলের বাগানে পাহাড়ি জনপদের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য সব সুবিধা।

পাহাড়ের মানুষের মাঝে ফুলের বিপ্লব ঘটাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ। ফুলের সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি খাগড়াছড়ি যেন ফুলকে ঘিরে অর্থনৈতিক অবদান রাখতে পারে সেদিকেই মূল লক্ষ্য ।

পর্যটন সম্ভাবনার জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়ি। অন্যান্যা বিনোদন কেন্দ্র ছাড়াও ইকো ট্যুরিজমের একটি সম্ভাবনা রয়েছে। নতুন নতুন পরিকল্পনা নিয়ে আগাতে পারলে এটিও পর্যটন বিকাশের ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন অনেকেই।
পাহাড়ের বুকে এক টুকরো ফুলের স্বর্গরাজ্য নজর কাড়ছে সবার। দূরদূরান্ত থেকে আসছেন অনেকে। কেউ থামছেন যাত্রাপথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর