25 C
Dhaka
Thursday, October 2, 2025

শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

আরও পড়ুন

আল-আমিন

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বগুলাকান্দি এলাকা থেকে ২২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) সকালে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে হাবিলদার আবুল কাশেম এবং নায়েক আব্দুর রহিমসহ বিজিবির একটি টহল দল বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের এই বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।

তবে, অভিযানের সময় পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুরের আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সাথে দায়িত্ব পালন করে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর