মোঃ আব্দুল কাদের
ত্রিশাল, ময়মনসিংহ: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ত্রিশাল শাখার উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে এই সংলাপ আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিএফজি ত্রিশাল শাখার কো-অর্ডিনেটর মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খবিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ময়মনসিংহের মাঠ সমন্বয়কারী আক্তারুজ্জামান।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। তারা আরও বলেন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাসের মাধ্যমেই সামাজিক সম্প্রীতি গড়ে তোলা সম্ভব। বক্তারা সহিংসতা পরিহার করে একটি মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণের ওপর জোর দেন। ত্রিশাল উপজেলাকে সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ত্রিশাল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।