25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

ডিমলায় মিনি পেট্রোল পাম্পে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

আরও পড়ুন

মোঃ জহুরুল ইসলাম

নীলফামারী: জননিরাপত্তা ও জনস্বার্থ নিশ্চিত করতে নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। গতকাল, সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির এই অভিযান পরিচালনা করেন, যেখানে ডিমলা সদর ইউনিয়ন ও খগাখড়িবাড়ি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের শুরুতে ডিমলা সদর ইউনিয়নে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই একটি মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই জরিমানা সতর্কতামূলক হিসেবে গণ্য করা হয়েছে।

পরে খগাখড়িবাড়ি ইউনিয়নে অপর একটি মিনি পেট্রোল পাম্প অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত হওয়ায় জননিরাপত্তার কথা বিবেচনা করে সেটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই এলাকায়, রাস্তার জায়গা দখল করে বিপজ্জনকভাবে ব্যবসা পরিচালনার অপরাধে আরও দুই ব্যবসায়ীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে বিপজ্জনক ব্যবসা পরিচালনা করা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান জানান, জনস্বার্থ ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর