26 C
Dhaka
Thursday, October 2, 2025

তারেক রহমানের উপহার পেলেন ক্ষুদে ফুটবলার জিসান,নিলেন দায়িত্বও

আরও পড়ুন

মোঃ মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি::

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামের সেই ভাইরাল ক্ষুদে ফুটবলার জিসানের বাড়িতে উপহার পাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফেকামারা গ্রামে জিসানের পরিবারের কাছে তারেক রহমানের উপহার হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এসময় আমিনুল হক বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল খেলার ভিডিও দেখে মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিছু ক্রীড়া সামগ্রী ও অর্থ উপহার পাটিয়েছে।জিসানের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্ব নিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান,উপজেলা যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল ও উপজেলা ছাত্র দলের সভাপতি তশরিফুল হাছিবসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর