25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পটিয়ায় বৃদ্ধ খুনের মামলায় আরও এক আসামী কারাগারে

আরও পড়ুন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি::

চট্টগ্রামের পটিয়ায় নুরুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আরও এক আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির হয়ে মামলার ৩নং আসামী ফজলুল হক ফেলু জামিন চাইলে জেলা জজ মো. হেমায়েত উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে একই মামলার ৫নং আসামীকে আদালত জামিন দেন।

বাদীপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন জানান, শুনানি শেষে বিচারক আসামী ফজলুল হক ফেলুর জামিন না মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ আগস্ট একই মামলার আরও সাত আসামীকে কারাগারে পাঠান আদালত। তারা হলেন— এমরান কাইসার (২৮), মো. রহিম (২৮), মো. রিজভী (২৩), নূর নাহার (৪৮), রোজি আক্তার (২৫), জয়নাব বেগম (২৩) ও বিলকিছ আক্তার (২৭)। এছাড়া ঘটনার দিন স্থানীয়দের সহায়তায় ৪নং আসামী মো. সেলিমুল হক সেলিম (৪০) গ্রেফতার হয়ে কারাগারে যান। এ নিয়ে মামলার মোট ৯ আসামী কারাগারে গেলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মে সকাল সাড়ে ১১টার দিকে জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় নুরুল হক গুরুতর আহত হন। লোহার রড ও ইট দিয়ে আঘাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ছেলে জামাল উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর