সানাউল্লাহ রেজা শাদ,বরগুনা::
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নূর মোহাম্মদ আমজাদিয়া আলিম মাদরাসায় দাওয়াত না পেয়ে বিএনপি নেতাকর্মীরা অতিথিদের জন্য প্রস্তুতকৃত খাবার খেয়ে ফেলার পাশাপাশি অবশিষ্ট খাবার নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরে মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাকে কেন্দ্র করে প্রায় ৫০ জন অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। কিন্তু ওই অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ হয়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী ও সাধারণ সম্পাদক রিপন কাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী মাদরাসা চত্বরে প্রবেশ করেন।
অধ্যক্ষের অভিযোগ, তারা মাদরাসায় প্রবেশ করে প্রথমে গালিগালাজ করেন, এরপর অতিথিদের জন্য রান্না করা খাবার খেয়ে ফেলেন এবং অবশিষ্ট খাবারে টিস্যু, উচ্ছিষ্ট ও নোংরা পানি মিশিয়ে তা নষ্ট করে দেন। খাবার খাওয়ার পর তারা মাদরাসা কর্তৃপক্ষকে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
ঘটনার পর অভিযুক্ত রিপন কাজী তার ফেসবুক আইডি থেকে অনুষ্ঠানের ছবি পোস্ট করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক নিন্দার ঝড় ওঠে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মাহবুব কাজী সংবাদমাধ্যমকে জানান, “আমাদের দাওয়াত না দিয়ে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে অনুষ্ঠান করায় আমরা প্রতিবাদস্বরূপ খাবার খেয়েছি, তবে খাবার নষ্ট করিনি।”
আমতলী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মৃধা বলেন, “এ ধরনের আচরণ অত্যন্ত গর্হিত। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।” এছাড়া, উপজেলা বিএনপির অন্য নেতারাও ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”