26 C
Dhaka
Thursday, October 2, 2025

মানবেন্দ্র নারায়ণ লারমা’র জন্মবার্ষিকীতে আলোচনা সভা

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি::

মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙায়। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মাটিরাঙার চৌধুরী কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সভাপতি অমর সিং চাকমার সভাপতিত্বে পিসিপির মাটিরাঙ্গা থানা কমিটির সভাপতি সুনীল ত্রিপুরা সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরাধ্য পাল খীসা।

দেশ প্রেমিক এম এন লারমা ছিলো পাহাড়ের চেতনা মন্তব্য করে প্রধান অতিথি আরাধ্য পাল খীসা বলেন,শান্তির পাহাড় চেয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি বেঁচে থাকলে পাহাড়ের সামগ্রীক দৃশ্যপট পাল্টে যেতো। সেই দুরদর্শী চেতনার অগ্রদুত পাহাড়ের নক্ষত্র এমএন লারমা ষড়যন্ত্রকারীদের বুলেটের আঁঘাতে প্রাণ দিতে হয়েছিলো। পার্বত্য চট্টগ্রামকে উন্নয়ন ও অগ্রযাত্রার পথে এগিয়ে নিতে শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।

মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্ম জাতির অধিকার আদায়ে স্বোচ্ছার ছিলেন। তিনি চেয়েছিলেন অধিকার আদায়ের পাশাপাশি পাহাড়ের সকল মানুষ, সকল জাতি গোষ্ঠি নিজেদের মাথা উঁচু করে বৈষ্যমহীন ভাবে পাহাড়ে শান্তিতে বসবাস করবে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সাধারন সম্পাদক দীপু চাকমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা (জুকি),রামগড় থানা কমিটির সভাপতি হরি সাধন বৈষ্ণব প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে সাবেক পিসিপির কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নিশান চাকমা,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অরবিন চাকমাসহ নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

জেএসএস এর মাটিরাঙ্গা,মানিকছড়ি,রামগড়,লক্ষ্মীছড়ি ও গুইমারা থানা কমিটির অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করেন। এমএন লারমা জুম্ম জাতির আলোর দিশারী মন্তব্য করে জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত ও মেহনতি মানুষের অধিকারের স্বপ্নদ্রষ্টা মানবেন্দ্র লারমা পাহাড়ের জুম্মজাতির মুক্তির মহানায়ক বলে উল্লেখ করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর