26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ৩৬৮ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

আরও পড়ুন

আল আমিন, নাটোর প্রতিনিধি ::

নাটোরে সাতটি উপজেলায় ৩৬৮ টি পূজা মন্ডবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে পূজা উদযাপন কমিটি ও প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয় এ বছর নাটোর জেলায় ৩৬৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে নাটোর সদর উপজেলায় ৭৮টি মন্ডপে, সিংড়া উপজেলায় ৮৫টি মন্ডপে, বাগাতিপাড়া উপজেলায় ২৭টি মন্ডপে, লালপুর উপজেলা ৪১টি মন্ডপে, গুরুদাসপুর উপজেলায় ৩৩টি মন্ডপে, নলডাঙ্গা উপজেলায় ৫৮ টি মন্ডপে এবং বড়াইগ্রাম উপজেলায় ৪৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার মোহাস্মদ তারিকুল ইসলাম বলেন, এ বছর নাটোরে ৬৯টি গুরুত্বপূর্ণ মণ্ডপসহ ৩৬৮টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বাত্মক কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সেই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। শান্তিপূর্ণ পূজা উদযাপনে সহযোগিতায় নাটোর জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে মন্দির এলাকাসমূহে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার আহবান করছি। দূর্গা পূজার সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র, নাটোরের ৭টি উপজেলার পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাটোর শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। এবং বিভিন্ন মন্ডপে সমস্যা এবং সীমাবদ্ধতা নিরসনে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। তারা পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর